কবিতা ঈশ্বরী(19-02-22)
রণজিৎ মাইতি
-------------
একবার শখ করে পৃথিবী পরিভ্রমণে বেরিয়ে ছিলাম;
কোথায় যাইনি!মিশরের নীলনদ,আফ্রিকার জঙ্গল,নায়াগ্রা প্রপাত,মিসিসিপি,মিচিগান, ইরি,ওন্টারিও,--আমাজন নদী,সব---
এমনকি চীনের পাঁচিল অতিক্রম করে পৌঁছেছি হোয়াংহো ও ইয়াং সিকিয়াং এর তীরে
এই এই যে এতো নদী ও পাহাড় পর্বত
দেখছি,তাদের গভীরে মানুষের মুখ এবং ভীষণ দুঃখ-নিবিড়
যখনই আমার মা কাঁদতেন তখনই বলতেন---
পৃথিবী দর্শন মানে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা পাঠ;
পৃথিবী দর্শন মানে ঈশ্বর দর্শন।
আসলে আমি যখন যেখানেই গেছি
সেখানেই আমার পৃথিবী মাকে কাঁদতে দেখেছি
পৃথিবী মাও কাঁদতে কাঁদতে হয়ে ওঠেছেন কবিতা ঈশ্বরী