কবির দর্শন পেলে পৃথিবীটা স্বর্গরাজ্য হতো।
রণজিৎ মাইতি
---------------------

বিখ্যাত কোনো কবির সঙ্গে আমার ফটোফ্রেম নেই।
না রবীন্দ্রনাথ,না নজরুল
মাইকেল মধুসূদন তো বুঁদ থাকতেন মধু ও কাগজে-কলমে।
আর জীবনবাবু ?
না,ঈশ্বরের মতো তিনিও নিদেনপক্ষে লোকচক্ষুর আড়ালে থাকতেন।
সভা-সমিতি চিরকাল তাঁর না-পছন্দ,
মগ্নতা ছাড়া যে ব্রহ্মবৈবর্ত লেখা যায় না
তাঁর চেয়ে ভালো কে বুঝতেন!

সুতরাং জীবনবাবুও আমার কাছে অধরা।
এই যে এতো এতো মানুষ চিরকাল লাল পাহাড়ির দেশে চলে যাওয়া মানুষটিকে নিয়ে ছবি পোস্ট করছেন,
সেই মানুষটির সাথেও আমার কোনো ফটোফ্রেম নেই।

কবিদের অতল প্রেমে ডোবা যায়,
কিন্তু নাগাল পাওয়া যায় না কখনো।
কবির দর্শন পেলে পৃথিবীটা স্বর্গরাজ্য হতো।