কবি
রণজিৎ মাইতি
--------------------
বন্ধুদের মধ্যে একজন ডাক্তার হতে চেয়েছিলো;
সে ডাক্তার হয়েছে।
যে বন্ধুটি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলো;
সেও হয়েছে ইঞ্জিনিয়ার।
অবশ্য যে বন্ধুটি গাছে চড়ার স্বপ্ন দেখতো
সে গাছে চড়েছে
কিন্তু অপর আর এক জেদি বন্ধু কেড়ে নিয়েছে গাছের মই!
তার ধারণায় লুটেরার দেশে বড়ো হতে গেলে সবকিছু ছিনিয়ে নিতে হয়।
আশ্চর্য যে বন্ধুটি কখনও কিছুই হতে চায়নি
সে কবি হয়ে গেছে!
সম্ভবত যাদের কোনও কিছুর লোভ থাকেনা
তারাই কবি হয়ে যায়।
(16-03-22)