কবি (05-03-2020)
রণজিৎ মাইতি
-------------
কবি বলে যদি ভেবেছো মহান
ওটা ছিল ডাহা ভুল
সেও দুঃখে কাঁদে,হাসে মহা সুখে
ভুল নেই এক চুল
তারও ক্ষুধা আছে,যায়ও বাহ্যে
তেষ্টায় ফাটে বুক
মাথার উপরে দেখে কালো মেঘ
তারও বুক ধুকপুক
কৃষক যেমন ভালোবাসে মাঠ
খেত ভরা পাকা ধান
কনসার্ট প্রিয় কবিও তেমন  
ভালোবাসে সুর তান
ছুতোর কামার মুচি ও মেথর
ব্যাপৃত নানা কাজে
কবিও মগ্ন দোহনে দহনে
ইন্ধন যা যা রাজে
ভিয়ান যেমন বানায় মিষ্টি
রাজভোগ মিহিদানা
ফুল প্রিয় কবি দিনশেষে রচে
শব্দের ইকেবানা।।