ক্লাউন (14-02-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি,আমরা শব্দবন্ধে পরকীয়ার নামগন্ধ নেই।
স্বাধীন দ্বীপরাষ্ট্রে মোনালিসা নিজেই সার্বিক ভৌম
গোলাপের সংজ্ঞা কি,অথবা সুন্দরের ?
মগজ ও হৃদয় দিয়ে যারা কাটাকুটি খেলে সাফল্য কি তাদেরও নাগালে,কিংবা সুন্দর?
বরং নদী আছে,আর ছলোছলো জল।
আছে নিবিড় জঙ্গল ও জঙ্গম পর্বত।
চড়াইয়ে উঠেতে গিয়ে স্নেক-লেডার গেমসের মতো অনিশ্চিত এই ওঠানামা
অথচ নেই এর দীর্ঘ তালিকায়
কোথাও কোনও আত্মজিজ্ঞাসার স্থান আজও নেই
তবু রেসের ঘোড়ার মতো এই খোঁড়া দৌড়
সার্কাসের ক্লাউনের মতো পর্দার আড়ালে ফেলে আসে ভিন্ন পোশাক!