কি অদ্ভুত
রণজিৎ মাইতি
-------------
সেদিন মেয়ে বললো--'বাবা,কি আশ্চর্য দেখো--
মানুষে মানুষে আদলে ও আকারে কি অদ্ভুত অমিল;  
অথচ প্রতিটি পাখি হুবহু এক!
যেটুকু তফাত ওই ফুরতের আগে।'

মেয়ের কথাটি যে পরমাপ্রকৃতি সেটুকু কারুরই  
অজানা নয়;
কিন্তু কেনো,সেই কারণটি এখনো অজানা
তাই একবার উঠোনে পাখিগুলোর দিকে তাকাই;
পরক্ষণে মানুষের দিকে।

যারা এতোক্ষন পরমানন্দে খুঁটে খুঁটে খাচ্ছিলো আলোদানা;
তারাই লোভী হুলোর অভিসন্ধি বুঝতে পেরে হঠাৎ  আকাশ হয়ে গেলো,
সূর্যস্নানে আলো হয়ে গেলো।

মানুষ কি আলো হতে পারে কিংবা আকাশলীন হতে?
হয়েতো তাই,তাদের চোখের কোণায় প্রতিটি শিশিরবিন্দু আলাদা আলাদা
যা গাল বেয়ে নেমে আসে মৌল অলকানন্দার মতো;
যা চন্দনের মতো আজও লেপ্টে আছে দীর্ঘ ললাটে মৌল গন্ধ হয়ে।