কি অদ্ভুত বিজ্ঞাপন ! (28-11-2020)
রণজিৎ মাইতি
-------------
কি অদ্ভুত না,আজকাল কান্নার মতো হাসিটাও বিজ্ঞাপিত হচ্ছে;
শরীরে শরীরে ভরে যাচ্ছে বাজারি কাগজ!
সবচেয়ে আশ্চর্য,যারা সমান্তরাল ঢেউ ভেবে হাসি ও কান্না এতোদিন লুকিয়ে রেখেছিলেন গোপন কুঠরিতে
তারাও এখন সম্পূর্ণ প্রকাশ্য
তারাও এখন গোলাপের মতো আলাপে বিশ্বাসী
গুলিয়ে ফেলছে রূপ ও রমন,রমণ ও বমন পার্থক্য
তাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নিথর পাথর ও পাথার
হয়তো এমনিতর এই কুসুমহৃদয়
শুকিয়ে যাওয়া প্রতিটি হৃদয়বৃত্তি বারবার খরস্রোতা গঙ্গার কাছে মুক্তি চায়
বিজ্ঞাপনের পাতা জুড়ে যুক্তিহীন অযুত নক্ষত্রের কাছে
যেনো পেরিয়ে যেতে চায় শ্রম বিনা হৃদবৈতরণী কোনও এক আজব শ্রমন
তুমি তাকে বলবে কি ঘাটশিলা ? নাকি শিলা শালগ্রাম ?
যার সুক্ষ শূলীমুখে দেখো---
খরতর শব্দে আজও বইছে নির্ঝর,চেনা শব্দে অচেনা অলখঝোরা!