খরা
রণজিৎ মাইতি
-------------
যাঁর মা নেই,
তাঁর মাটি নেই।
যাঁর পায়ের তলায় মাটি নেই,
সেখানে কখনো বৃক্ষ জন্মায়না।
যেখানে বৃক্ষ জন্মায় না,
সেখানে কোনো আকাশ নেই।
যাঁর আকাশ নেই,
সেখানে কখনো মেঘ জমে না।
যেখানে মেঘ নেই,
সেখানে বৃষ্টি নেই।
যাঁর বৃষ্টি নেই,
তাঁর সৃষ্টি নেই,
সেখানে কোনো ঋতুও নেই।
যেখানে ঋতু নেই,
সেখানে কখনো ফুল ফোটেনা।
যেখানে ফুল ফোটেনা,
তাঁর নাম মরুভূমি।
যেখানে আকাশ বাতাস জল নেই,
তার নাম খরা
যাঁর মা নেই,
তাঁর পায়ের তলায় মাটি নেই।
সেই মানুষটাই আস্ত খরা!
(01-09-22)