খনাও সাঁতার কাটুক (08-09-2020)
রণজিৎ মাইতি
-------------
যারা মনে করে জিভের কোনও প্রয়োজন নেই,
অধর,আলজিভ কিংবা স্বরযন্ত্রের
আমি মোটেই তাদের দলে নোই।

মানুষকে মানুষের কথা বলতে দাও;
নিজের কথাই তো কালে কালে হয়ে ওঠে আপামর কথা।

সুতরাং মানুষের জিভ থাক,ঠোঁটকাটা মানুষ থাক
আর স্পষ্ট স্বরথলি

খনাও সাঁতার কাটুক ব্যস্ত নগরে
স্পষ্টবাক মৌমাছির মতো গুনগুন সাঁতার ।