কাউকে চিনতে পারিনি(01-07-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি তুষার ছুঁয়েছি
আগুনও ছুঁয়েছি গনগনে হাতে

যদিও কাউকে চিনতে পারিনি
না আগুন,না জল
উদ্বায়ী হৃদয় যার সে তো নিজের কাছে নিজেই অধরা

ব্যতিক্রমী অই ছাপোষা প্রান্তিক মানুষ
স্পর্শের আগেই যারা নিজে এসে স্পর্শধন্য হয়
গভীর দুখেও যাহাদের হাসি মুখ চির অম্লান
এবং যাহাদের চোখের তারায় রোজ সূর্যোদয় ও অস্ত নেমে আসে

তবুও তারা আগুনের মতো নয়,
বাতাসের মতোও ভাসেনা হাওয়ায়
বরং মাটি ভালোবেসে,মাটি কামড়ে পড়ে থাকে মাটির হৃদয়ে আজীবন

হে জেষ্ঠ্য পান্ডব,"দ্যুতক্রিড়া" প্রান্তিকের চরিত্র বিরোধী;
সোমসুধা পান!
আগুন নিয়ে খেলার আগে তোমারও কি গভীরে ভাবা উচিত ছিলোনা?
কাকে ছোঁবে,কাকে তুমি করবে ব্রাত্য !

জেনো,দ্রৌপদী কেবল কৃষ্ণাই নয় ইতিহাসে,তপ্তকাঞ্চন
যারা নিজে পোড়ে,তারা পোড়াতেও জানে সময়ে সময়ে!