কেউ ভালো নেই(26-11-21)
রণজিৎ মাইতি
--------------------
তুমি বারবার জানতে চাইতে...
আমি কেমন আছি,
আমার এদিকে আবহাওয়া কেমন?

'ওয়েদার আগুন' এই কথা সবসময় সবাইকে বলা যায় না;
তাই আমি ইনিয়ে বিনিয়ে চলে যেতাম ভিন্ন প্রসঙ্গে
তোমার সখের গোলাপ চারাটি কি এখন ফুল দিচ্ছে?
কিংবা পোষা বিড়ালটি গর্ভিনী কিনা
অথবা মরা কেলেঘাই কি এখন বর্ষাসুন্দরী
মনা,বাবাই,টুকাই...ওরা কেমন?

তুমি উদাসীন ভাবে এক একটি প্রশ্নের জবাব দিতে,
কিন্ত তোমার প্রশ্ন কখনও তোমাকে করিনি

কারণ...
জানি,তুমি ভালো নেই।
তোমার প্রশ্ন বলে...তুমি ভালো নেই।

উত্তপ্ত আবহাওয়ায় কেউ কি ভালো থাকতে পারে??