কতো পথ হেঁটে গেলে
রণজিৎ মাইতি
-------------
কতো পথ হেঁটে গেলে দেখতে হবে না পুনঃ মহাভারতের রিমেক?
কতো যুগ অগ্নিপরীক্ষার মুখোমুখী হলে জানকীর শুচিস্নান সমাপন হবে?
জবাব যাদের কাছে তাদের মুখেই দেখি কর্ণের কায়া
অন্ধ ধৃতরাষ্ট্র,গুরু দ্রোণ,নির্বাক ভীষ্মও
তাই ভারত নামক দেশে আজও দেখি অপমানিত দ্রৌপদীর ছায়া;
মা গো,নামটা মণিপুর হলেও আসলে সে ভারতেরই হিয়া!