কথ্য ভাষা
রণজিৎ মাইতি
-------------
যে ভাষায় কথা বললে তুমি বুঝবে
সেই ভাষায় কথা বলা দরকার;
যে ভাষায় কথা বললে তুমি চিনবে
সেই ভাষায় কথা বলা ভীষণ জরুরী।
তুমি যদি আমাকে রক্তচক্ষু দেখাও
আমার চোখেও ঝরাতে হবে আগুন।
যদি তুমি কানে কানে ভালোবাসার কথা বলো,
আমাকেও বলতে হবে ভালোবাসার কথা।
যদি তুমি মেঘ ও বৃষ্টির কথা বলো,
আমাকেও গাইতে হবে রিমঝিম মেঘমল্লার
তা না হলে-
আজ বাংলা-মণিপুর পুড়ছে,
আগামীও পুড়বে সমগ্র ভারত
যেভাবে কর্ণ দ্রোণ ভীষ্মের সামনে-
সাবেক মহাভারত পুড়েছে।
সুতরাং,-
যে ভাষায় কথা বললে তুমি বুঝবে
সেই ভাষায় কথা বলা দরকার;
যে ভাষায় কথা বললে তুমি চিনবে
সেই ভাষায় কথা বলা ভীষণ জরুরী।