করোনাতংক (16-06-2020)
রণজিৎ মাইতি
-------------
করোনাতংকে আমার আকাশ এখন সম্পূর্ণ মরুভূমি!
যতোদূর চোখ যায় কিংবা যতোটা আকাশ উঠে আসে চোখে শুধু ধূ ধূ বালিয়াড়ি
একা ক্রমেলক হাঁটে,কেনো হাঁটে সেও জানেনা!
মাঝে মাঝে বালিতে মুখ গুঁজে হয়তো বা লুকায় কিছু হাহাকার!
যদিও আমার মন ম্যাসেনজারে নৈমিত্তিক কিছু নোটিফিকেশন আসে;
কিছু করো,ধরো শূণ্য হতে ভিন্ন কিছু
রোপন করো মননে-মগজে একাকিত্বের বীজ
আগামীতে একা একা হেঁটে যেতে হবে
সুতরাং,আপন প্রেমে হও আপনি বিহ্বল
হয়তো আমার আকাশ হাহাকার গোপন করতে পারেনা
তাই,মরুভূমি জুড়ে ফিরে ফিরে আসে অই প্রতিধ্বনি!