করোনা কিন্তু প্রকৃত সাম্যবাদী
রণজিৎ মাইতি(28-03-2020)
- - - - - - - - - - - - -
ক্ষমতার দম্ভে যারা এতোদিন ফুলে ফেঁপে কলাগাছ,ধরাকে সরা জ্ঞান করতেন;
যে কোনও অজুহাতে পোড়াতেন অহঙ্কারের রঙমশাল
এখন ভেবে দেখুন,আপনি কে,কোন দলে?
করোনা কিন্তু প্রকৃত সাম্যবাদী,
হয়তো কল্কি অবতার রূপে এসেছে বিধায়।
তাই,বরিস স্যার থেকে রিক্সাওয়ালা বরেণ
তার কাছে সবাই বরেণ্য;
ঝুপড়ি ও অভিজাত প্রাসাদে কোথাও কোনও ছুৎমার্গ নেই।
মৃত্যুফুল হাতে নিয়ে ভানু কানু সবাইকেই স্বাগত জানায় !