ক্যানভাস(20-03-2020)
রণজিৎ মাইতি
------------
এই ক্যানভাস জুড়ে শরীর নেই,শব্দও তাই
তবে নিবিড় স্পর্শের সুক্ষ অনুভূতি সূর্যমুখী ফুলের মতো ফুটে আছে
সুখ-দুঃখ এতোই এবসট্রাক্ট
ভালো-মন্দ কিংবা চারু ও নান্দনিক বোধ
যা কোলাহল বলি
তা আসলে ব্রহ্মাণ্ডে নিয়ত ঘটে চলা নীরব নয়েজ
আর শেষ প্রান্তে অসীম শূণ্যতা
বৃত্তের কি কোনও উল্লেখ্য কোণ থাকতে পারে ?
তবু শব্দকে ব্রহ্ম ভেবে
বেলাশেষে মুগ্ধ অলি গুনগুন গান গেয়ে যায় !