কানন(30-04-22)
রণজিৎ মাইতি
--------------------
জ্বর নিয়ে শুয়ে আছে পাড়া;
জাগবে কি?জানেনা তাহারা!
তাহাদের কথা সব ঘুম;
আজ ঘুমজ্বরে পুড়ছে আগুন!

বলবো কি আগুনের কথা
জ্বরে পুড়ে তারও মাথাব্যথা
ব্যথা যখন নামছে হৃদয়ে
হৃদয়ও ধুমজ্বরে পোড়ে

পুড়ে সোনা তপ্তকাঞ্চন
কাঞ্চনসম হোক মন
মনপাখি দিলেই উড়াল
উড়ে যাবে কাল মহাকাল

মহাকাল ব্রহ্মনাদিনী
নাদ বেশি সময় সারণী
সে সারণী উড়ায় না মেঘ
মেঘ জানে ব্রহ্ম অভেদ

ভেদাভেদে বাড়ে এই জ্বর
তাই পোড়ে ব্রহ্মগহ্বর
গহ্বরের নাম লিখি মন
মনপাড়া গহীন কানন।