কালিমাতত্ত্ব (08-02-22)
রণজিৎ মাইতি
--------------------
প্রথমে ভাবলাম জলের কাছে যখন এসেছি একটু পা-টা ছোঁয়াই;
'পা' যেই জল স্পর্শ করলো
মনে হলো হাঁটুজলে নামা যায় অনায়াস!
নামতে নামতে শেষে বুড়িগঙ্গায় ডুব দিয়ে যখন উঠে এলাম তখন পোশাক শপশপে!
অবশ্য ডুব দেওয়ার সময় বুঝতে পারিনি
মানুষ জলের মতো তরল;
তলিয়ে যাওয়ার আগে কেউ কি তলিয়ে দেখে তলাতল,কালী ও কালিমাতত্ত্ব ?