কলঙ্ক
রণজিৎ মাইতি
---------------
তুমি আমাকে আলোকিত করতে চেয়ে আমার মুখে সার্চলাইটের আলো ফেললে;
সবাই আমাকে আলো ভেবে জড়িয়ে ধরলো।
কেউ চুমু এঁকে দিলো কাপালে কপোলে।
কিন্তু আমি দেখতে পেলাম না আমার উজ্জ্বল মুখ।
আয়নার মুখোমুখি হলাম,
দেখলাম আরোপিত চড়া আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেলো।
আসলে অন্ধকার কখনো নিজেকে দেখতে পায় না;
বরং ধার করা আলোর গভীরে চকচক করে চাঁদের কলঙ্ক।
(06-10-22)