কাকলি আকাশ হলে
রণজিৎ মাইতি
-------------
কাকলি ফিরে এসো
তোমার পায়ে আমি সচেতন অঞ্জলি দেবো
তোমার পথ ধরে তিরতির তুমি ফিরে এসো

কাকলি নদী হলে
আমি রাজি নদীজল হতে
কাকলি বাতাস হলে
আমি রাজি খড়কুটো হতে

আগুনের কথা নতুন করে নাইবা বললাম
কারণ তুমি জানো,আমি চিরকাল দাহ্য সমিধ

তাই,তুমি ফিরে এসো আপন নিলীমায়
কাকলি আকাশ হলে
তার পায়ে আজীবন উদার অঞ্জলি দেওয়া যায়।