কখনও হতে পারেনি(05-04-2020)
রণজিৎ মাইতি
-------------
কতোটা উন্মুক্ত হলে তুমি আমায় নাঙ্গা বলবে ?
পাখিদের মতো ? সাপ ব্যাঙ কৃমিকীট হলে?

আমি ফুল হতে গিয়ে বুঝেছি নগ্ন হওয়া অতো সোজা নয়,
জল হতে গিয়েও হয়েছি অস্থির !
দুধের মতোন সাদা,ঢেউ,দুগ্ধফেনিনীভ

নীলিমার বুকে পাথর ছুঁড়ে ছুঁড়ে শক্ত-সমর্থ কাঁধে টান ধরে গেছে
তবু চাঁদ ছোঁয়া যায়নি আজও
তারাগুলো আজও অক্ষত
দিনের আকাশে ঐ দিনমণি,উজ্জ্বল পূর্বের মতোই।

বরং মানুষের মুখে কালো স্পট দিন দিন হয়েছে স্পষ্ট;
দম্ভের পাহাড় ভেঙে কখনও সে হতে পারেনি উলঙ্গ উদার!