যমুনা (12-09-2020)
রণজিৎ মাইতি
-------------
যমুনার সংজ্ঞা কি ? জানেনা অধীনা
যদিও সেদিনের চারাগাছই আজকে প্রবীণা

যেখানে উচ্ছল ঢেউ,কলকল বইছে সলিল
তাকে তুমি বলবে কি?বলবে কি উন্মত্ত অনিল!

অনলের ক্ষুধা আছে,রূপ তার আজও সর্বগ্রাসী
গয়া যাও কাশি যাও,চিরকাল মানুষ আবাসি।

ঝর্নার জলে তাই ভিজে নিতে চায় মন আজ
যেখানে উচ্ছল ঢেউ,তারই কপালে জোটে যমুনার তাজ।