যদি ভালোবাসো
রণজিৎ মাইতি
--------------
যদি ভালো-মন্দ দুই নাও
তবে ভালোবাসো।
গৌরী কি জানতো না তাঁর ভুতনাথ চুর থাকে সিদ্ধি,গাঁজা ও ভাঙে।
তবুও মহাদেবে ভালোবেসে তিনি মহাদেবী।
এমন মানুষ নেই-
যাহার শরীর থেকে চন্দনের গন্ধ ছড়ায় কেবলই।
জানি,ঘামের বোটকা গন্ধও ছুঁয়ে থাকে জলদশরীর।

সুতরাং ভালো সাথে মন্দ নাও,যদি ভালোবাসো।
কে না জানে ?
যে কোনও অববাহিকা জুড়ে যেমন বিশুদ্ধ রক্তের স্রোত,
তেমনই লেগে আছে বদ রক্ত,পুঁজ---।