যিশু (11-09-21)
রণজিৎ মাইতি
--------------------
আমায় যদি প্রশ্ন করো,এই শিশুটি কে?
বলবো আমি-'আমার আদল,তোমার আদল যে।'
নাড়ুগোপাল হয়তো আমি,তুমিও মেরীর যিশু
জন্ম জঠর মা একই,স্বরূপ স্বভাবশিশু
জলকে যারা জল জেনেছে,ফুলকে জানে ফুল
গাছকে তারাই গাছ জেনেছে,সবকিছু নির্ভুল
সব শিশুফুল এক মায়ামুখ,এক ধাতুতে গড়া
আজব কিছু দেখলেই তার চক্ষু ছানাবড়া
প্রভাত রবির কাজল চোখে গভীর স্বপ্ন আঁকা
তেমনি শিশু দেখছে আকাশ,চিনছে রাতের রাকা।
নিঝুম রাতের স্থির আকাশে কোনটি ধ্রুবতারা
কোন তারাটি পায়নি আদর,হয়নি সয়ম্বরা
কেনো কাটে চাঁদের বুড়ি রাতদুপুরে সুতো?
ঘরে কি নেই খাওয়ার কিছু,কে মারছে গুঁতো?
অবাক চোখে সুখস্বপ্ন কুহক দিয়ে ঢাকা
আগামী দিন এই শিশুমুখ টানবে রথের চাকা
ছুটবে ঘোড়া অশ্বমেধের,সঙ্গে ছুটবে শিশু
জানতে চাইছো কে এই শিশু?শিশু মাত্রেই যিশু।