ঝিলম
রণজিৎ মাইতি
-------------
ঝিলম তুই আমাকে বড্ড অস্থির করে তুললি,
ঝিলম তুই আমার তৃষ্ণার্ত মনটাকে বড়ো উচাটন করে তুললি।
এইভাবে একদিন অস্থির হয়েছি তিস্তার জলে।
এইভাবে একদিন আমি উচাটন হয়েছি বিপাশার জলে।
সেই জল গড়িয়ে গেছে বহু বহুদূর,
বহু বহু সভ্যতাও ধ্বংস হয়েছে,
কিন্তু আমার চঞ্চলতা আজও কাটেনি!
এখন স্থির জলের সামনে দাঁড়ালে নিজেকেই নদী মনে হয়,
ঝিলম,তিস্তা মনে হয়,মনে হয় গঙ্গা-যমুনা-সরস্বতী ।
যে তার সমস্ত চপলতা সূর্যের আলোর মতো--
সভ্যতার আলোয় রূপান্তরিত করেছে।
তাই এখন কেলেঘাই কিংবা রূপনারায়ণের সামনে দাঁড়ালেও হৃদয় নেচে ওঠে,
মাতাল হয়ে যাই মাতলার ঢেউয়ে।
বল ঝিলম,তোর মোহিনী রূপখানি কি আমাকে দিবিনে?
আমি কিন্তু আজীবন তোকে দিব্য নয়নে দেখবো,এবং--
সবশেষে মিশে যাবো তোর রূপমুগ্ধ মোহময়ী অন্তর্লীন স্রোতে।