জীবন-মৃত্যু
রণজিৎ মাইতি
-------------
মানুষ বেঁচে আছে কিনা বুঝবে কিভাবে?
ওই তো আলোকবর্ষ দূরের মৃতনক্ষত্রটিও আলো বিকিরণ করে!

সুতরাং,--
আলোকে জীবনে রূপান্তরিত ক'রো না;
বরং জীবনকে দাও আলোর ব্যাঞ্জনা।
মৃত গাছও কি নড়ে ওঠে না মৃদু হাওয়ায়?

যার অক্ষিকোঠরে প্রবল বাষ্পচাপ
বুকের গভীরে কমলসুরভী
সেখানেই পাওয়া যায় তেমন আলোর সন্ধান।