যে কথা কাউকে বলিনি
রণজিৎ মাইতি
-------------
যেমন ঘুম পায়,ক্ষুধা-তেষ্টা পায়,বাহ্যে পায় সেভাবেই আমাকে একবার প্রেমে পেয়েছিলো;
যদিও সেসব নিষিদ্ধ বলে কাউকে বলিনি,
তখন বয়স অল্প বলে বলিনি দীপাকে।
আমার অব্যক্ত কথা দীপা কি জেনেছে?
সেও কিশোরী মেয়ে কিষানগঞ্জের;
তাই জানাতে পারেনি সেও তার প্রেমরূপ আলোর রোশনাই,
আমিও আঁকতে পারিনি তাই আমার অরূপ।
জানাবে কিভাবে? কিশোর-কিশোরী প্রেম কোন্ কালে এই দেশে মান্যতা পেয়েছে?
তবে যারা একরাশ অভিমান বুকে বেঁচে আছে অতলান্তিক কোনো গিরিখাতে,
কিংবা পলল শিলায় শিলায়
খুঁজে দেখো,তাদের মধ্যেই পাবে আমাকে দীপাকে।
(05-11-21)