যাত্রীক
রণজিৎ মাইতি
-------------
শুন্য থেকে যাত্রা শুরু,যাচ্ছি মহাশূন্যে;
কেউ কি শোনে তোমার রোদন জন-অরণ্যে?
হাওয়ায় বুকে শষ্য ছড়াই ফলবে ভাবি সোনা।
সোনা সে নয় ফলছে মাকাল,বিষফলেরই দানা!
তবুও মানুষ চিরটাকাল মহাশূন্যের যাত্রীক;
আঁকছে কেবল সুখস্বপ্ন কষছে বীজগণীত।
গণীত খাতার অলীক পাতা কখনও কি হয় পূর্ণ?
স্বপ্নের রঙ আকাশ হলেও আকাশ আসলে শূন্য।

জানি শুন্য থেকে যাত্রা শুরু,যাচ্ছি মহাশূন্যে;
ফুটছেও তাই রোদনগোলাপ অরণ্যে অরণ্যে!


(05-11-22)