জরুরি(17-12-21)
রণজিৎ মাইতি
-------------
সকাল হ'লে বুঝতে পারি এতোক্ষণ ঘুমিয়ে ছিলাম;
নাকি ঘুম ভাঙলেই জানতে পারি এখন সকাল হয়েছে?

অবশ্য যারা কুম্ভকর্ণের মতো ঘুমান দীর্ঘ সময়
কিংবা যাদের ঘুম লক্ষণীয় ভাবে তরল
তারা এসব বুঝবেন না।

সবকিছুই কি সবার বোধগম্য হয় ?

যদি হতো,সেও জানতো...
একটি মনোরম
সকালের জন্যে পর্যাপ্ত ঘুমও ভীষণ জরুরি;
যেমন জরুরি প্রসববেদনার সাথে প্রসব আনন্দ ভাগ করে নেওয়া।