যারা ভয় পায়  (29-12-2019)
রণজিৎ মাইতি
-------------
যারা ভয় পায়
তাদের জন্যে থাক সাবধান বাণী;
মায়ের উষ্ণ কোল,বাবার আদর
দিন-রাত,রাত-দিন দৈনিক কোরাস
বকমবকম !

বাদবাকি সবাই উড়ুক,হাটুক - - - -
সন্তরণে পার হোক আর একটা দামোদর! শীতের সকালে কুয়াশার ভেতর রবিবাসরীয় ছুটির আমেজে

আসলে যতো জোরে হাঁটে ভোর
ততো দ্রুত পিছু হাঁটে আপন ঠিকানা !