জন্মে জন্মান্তর(23-12-2019)
রণজিৎ মাইতি
--------------------
না হয় আরও একবার জন্ম নিলাম।
কবে যে বুঝবো ?
মিথ্যার ভিতে শূন্য পুঁইমাচা,
লতাতে পারেনা সাধারণ লাউচারাটিও!

আসলে বিষবৃক্ষ জন্ম দেয় আর একটা মাকাল,
করবী কিংবা ধুতুরোর বীজ।
তাই তো মাকালের পরিবর্তে লালশাক ছড়াই বাগানে,
নটে,পালং,পিড়িং - - - - ।

ইতিহাসও জন্ম থেকে জন্মান্তরে সমৃদ্ধ হয়েছে,
কঠিন শ্রমের মূল্যে শরীরে-মননে
জ্ঞানরূপী সূর্যমুখী ঝাঁ চকচকে।
যেমন পুনঃ জন্ম নিয়ে দস্যু,নাম রত্নাকর
শ্রেষ্ঠ কবিরাজ রূপে সাতকাণ্ডে ফুটিয়েছে কাব্য মণিহার।

আসলে নবজন্মে যিনি ঋদ্ধ তিনিই বাল্মীকি,
যাঁর সাধনার আলোবিন্দু পুনঃজন্মের প্রকৃষ্ট নজির স্বরূপ।