জন্ম (28-10-2020
রণজিৎ মাইতি
-------------
আমার মেয়ে সার্পনার দিয়ে ঘনঘন পেনসিল কাটতো
মিসেস ধমক দিলেও আমি কখনও ব্যাঘাত হইনি
দেখেছি একটির তীক্ষ্মতা বাড়িয়ে দেয় অন্যটির সার্পনেস
অনুরূপ ভাবে শ্লেট ভাঙলে বলি ভাঙো ভাঙো
কাগজ ছিঁড়লে বলি ছেঁড়ো ছেঁড়ো লক্ষ্মী মেয়েটির মতো
জেনো লক্ষ্মী-সরস্বতী যতোই রূপে ভিন্ন হোক স্বরূপে অভেদ
ঠিক বাগানের ঐ বিকশিত ফুল ও কুঁড়িটির মতো
আসলে ভাঙতে ভাঙতেই একটি পশুশাবক যথার্থ মানুষ হয়ে ওঠে
তেমনই ছিঁড়তে ছিঁড়তে খুঁড়তে খুঁড়তে একজন মানুষ হয়ে ওঠেন প্রকৃত কবি
যেমন ছেনি হাতুড়ির ভেতর জন্ম নেয় বিশ্বকর্মা
কিংবা ভুল চিকিত্সা থেকে সফল অশ্বিনীকুমার