জলভাত(27-02-2020)
রণজিৎ মাইতি
--------------------
কি অদ্ভুতভাবে বদলে যাচ্ছে 'আচ্ছে' দিনের সংজ্ঞা
ঋতু পরিবর্তনের মতো,জল-হাওয়ার মতো

তলানি বস্তুটিও অধোগামী হতে হতে অথই
একটু কুশল বিনিময়,কিংবা মিষ্টি হাসিও বিরল থেকে বিরলতম
আসলে মুখ ও মুখোশ আসমান-জমিন

উফঃ 30 ডিগ্রিও এখন জলভাত
ঠিক 20-30 টি সাদা লাশের মতোই !