জল আঁকা যায় না কখনো
রণজিৎ মাইতি
--------------------
তুমি আমাকে গাছ আঁকতে বললে;
কালক্ষেপ না করে মূহুর্তে এঁকে ফেললাম আস্ত গাছ।
সময় ঘড়ির টিক টিক শব্দের সাথে তালে তাল মিলিয়ে
সেই গাছে ফুল ফুটলো,ফল ধরলো,
ফল পুষ্ট হয়ে একসময় ঝরেও পড়লো মাটিতে

আমার দক্ষতায় মুগ্ধ হয়ে তুমি পাখি আঁকতে বললে।
সেও এঁকে ফেললাম চোখের নিমেষে।
এবং উড়ন্ত পাখির ডানায় চেপে মাখলাম স্নিগ্ধ রোদ
তারপর এক এক করে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নজগৎ ফুটিয়ে তুললাম চেনা ক্যানভাসে।

শেষে তুমি জল আঁকতে বললে,
আমি থৈ থৈ জলের সামনে ধ্যানমগ্ন হলাম।
কিন্তু কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না নীল জলরাশি
জল এতো অস্থির,বেলাভূমি ছাপিয়ে ভাসিয়ে দিলো সৈকত সংলগ্ন আশপাশ
বাধ্য হয়ে মহাসমুদ্র থেকে তুলে নিলাম এক গ্লাস জল
যেই আঙুল ছুঁয়িয়েছি তুলিতে
মূহুর্তে উবে গেল সেই জলও

আমি মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে দেখলাম সুর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে
নীল জলরাশি মিলিয়ে যাচ্ছে মহাশূন্যে

জানিনা কেন এমন হয়;
হাওয়া অফিসের সৌজন্যে বোঝা যায় হাওয়ার গতিপ্রকৃতি,
কিন্তু জল আঁকা যায় না কখনো!!

(15-12-21)