জল আগুন বরফ কথা
রণজিৎ মাইতি
-------------
বাবা বলতো..."আগুনটা নিভে যাক;"
মা বলতো..."জলের মতো তরল না হলে ছোঁয়া যায় না হিমশৈলের চূড়া।"
সেই থেকে আমার সাধনার ঢুকে পড়লো জল ও বরফ।
জল গড়িয়েও গেলো বহু দূর...
কিন্তু সাগর রইলো অধরা !
মনে হয় জল ও বরফের দেশে উত্তাপও ভীষণ জরুরি;
আগুনের আঁচ ছাড়া কখনও কি জমাট বাঁধে মেঘজাত শিলা?
(28-05-22)