জল
রণজিৎ মাইতি
-------------
আজকাল জল দেখলেই আমার জ্বর এসে যায়।
বাবা নাছোড়,তবুও আমাকে জলে নামাবেন।
বাবার কাছে সিদ্ধিলাভের অর্থ 'ডুব'।
কিন্তু,আজকাল জল দেখলেই আমার জ্বর এসে যায়।
বাবা বলেন-'জ্বর খারাপ কিছু নয়,প্রাণের অস্তিত্ব প্রমান করে জ্বর।'
তিনি দেখেছেন--
আমার প্রপিতামহ একবার একটি প্রবল জ্বরে আক্রান্ত পাথরকে জলে ডুবিয়ে ছিলেন,
আমার ঠাকুরদা একটি রোদে পোড়া কাস্তে জলে চুবানো মাত্র জ্বর নেমে গিয়েছিলো।
তবুও জল আমার কাছে ভয়ঙ্কর,
কারণ প্যরাসিটামলের প্রাণ আছে,জলে আছে হাঙর-কুমির।