জাদু(28-09-2019)
রণজিৎ মাইতি
-------------
অভাবনীয় ভেবে তুমি মুগ্ধ হতে পারো
কিংবা নয়নাভিরাম
বর্হিবিশ্ব ছাড়া চোখ কিছুই চেনেনা
যদিও আমি জানি ওটা মায়া-মুকুর
খুঁড়তে খুঁড়তে প্রাপ্তি শুধু ঘাম আর নুন
ক্লান্তিও কি এতোদিনে চিনেছে শ্রান্তি
অবশ্য এখানেও আর্ট আছে
অতীব সুক্ষ
সেসব চিনেছে বলেই
সেসব জেনেছে বলেই
সেদিনও ছুটে গেছে জাপান পর্যন্ত
উদিত সূর্যের দেশে জাদু সম্রাট