ইতিহাস
রণজিৎ মাইতি
-------------
আমার মেয়েটি এতোদিন চুম্বক দিয়ে ধাতু মাপতো
আর হৃদয় দিয়ে মাপতো জল
হঠাৎ উত্তাপে সমস্ত ধাতু একদিন তরল হয়ে গেলো
ব্রহ্মাণ্ডের সমস্ত জলও হয়ে গেলো বাষ্প
প্রথমে মেয়েটি দুকূল ভাসিয়ে কাঁদলো
তারপর দু-হাত,দু-পা ছড়িয়ে হাসলো হি হি
সেই কান্নায় চুম্বক ডুবে গেলো
সেই হাসিতে হৃদয়ও গলে গেলো
তখন হাসি-কান্নাও কি থাকলো জীবীত!
অথবা তরল ধাতু ও বাষ্পের ইতিহাস?
অবশ্য পৃথিবী আজও এটাকেই মেনে নিয়েছে ইতিহাস রূপে!
(06-01-22)