ঈশ্বরের জন্ম
রণজিৎ মাইতি
------------
ধরুন আপনি কক্ষণো যাননি চন্দনের বনে,
আপনাকে একটা তেঁতুল গাছ দেখিয়ে বলা হ'লো এটাই চন্দন;
সেদিন থেকে আপনিও জানলেন ওটাই চন্দন।
কিংবা ধরুন,-
আপনি কখনো চড়েননি হিমালয় পর্বতে,
একটা টিলা দেখিয়ে বলা হলো এটাই হিমালয়।
আপনিও বিশ্বাস করতে শুরু করলেন ওই টিলাটাই আস্ত হিমালয়।
এইসব খণ্ডবিশ্বাস গড়ে তুলছে সমাজ থেকে রাষ্ট্র,
ইতিহাস চেতনা নির্মানে রচিত এক একটা পুঁথি।
আমরাও বিশ্বাস করতে শুরু করছি রাষ্ট্রপিতা মাত্রেই ভগবান,
আমরা মোটেই আকাশ হচ্ছি না,
বরং আমৃত্যু শৈশব বহন করতে করতে-
দুই হাত ও দুই পা-ওয়ালা জীব দেখলেই মনে করছি-
এরা সবাই মানুষ,সাক্ষাৎ নর-অবতার!