ঈশ্বরের জন্ম
রণজিৎ মাইতি
---------------
মহান ঈশ্বরের দেওয়া একশো টাকার সওদা করে সবে ঘরে ফিরছিলাম;
পথে এক দরিদ্র নারায়ণ দুই হাত এক করে বললো 'তোর যা আছে সব দে বাবু।'

আমি এক এক করে সব কিছু উজাড় করে দিলাম,
এবং
আত্মপ্রসাদে ডগমগ হয়ে ভাবলাম সাক্ষাৎ ঈশ্বর হয়ে গেছি।
কেবল হৃদয়টি রেখে দিলাম নিজের কাছে।

ঈশ্বর বললো,'তুই কিছুই দিসনি।
যারা কিছু না দিয়ে হৃদয় দেয় তারাই ঈশ্বর হয়ে যায়।'

বুঝলুম,ঈশ্বর আমাকে টাকা নয়;
কেবল অনন্ত হৃদয় দিয়েছিলেন।

(08-10-22)