ঈশ্বরের হাসি
রণজিৎ মাইতি
-------------
ভিড় জনতার মাঝে ঈশ্বর জানতে চাইলেন-
কেমন আছো তোমরা?
আমি বললাম- খু-উ-ব ভালো আছি।
ঈশ্বর পুনরায় জানতে চাইলেন-
নিবাস কোথায়?
আমি গর্বের সঙ্গেই বললাম- 'বাংলা'।
আমার জবাবে ঈশ্বর কোনো কথা বললেন না,
কেবল মুচকি হাসলেন !