ঈশ্বরের হাসি
-------------
ঈশ্বরের দর্শন মানুষের দর্শন কখনও মেলেনা।

ঈশ্বর বললেন-"আমাকে দেখো,গৈরিক হও।"
কিন্তু মানুষ তাকালো নরকের দিকে,
এবং ব্লু হেভেনের স্বপ্নে থাকলো বুঁদ।

নির্বিকার ঈশ্বর কেবল মুচকি হাসলেন।