ঈশ্বর
রণজিৎ মাইতি
---------------------
এমন অনেক মানুষ দেখেছি-
যারা কখনও পালন করেনি প্রচলিত কোনও ধর্ম কর্ম।
তারা দুর্গা পুজায় হুল্লোড় করেন,
বিনা ফেজটুপিতে মিলিত হন ইদের ইফতারে,
বড়দিনে সান্তাক্লজ সেজে খৃস্টমাস ট্রির সামনেও কাটেন কেক।
এসব তাদের কাছে নিছক আনন্দ,সামাজিক মেলবন্ধন
যেমন নবান্নে ধুমধাম করে বানায় পিঠে-পায়েস।
কিন্তু রোজ মুখে গ্রাস তোলার সময় সেই মানুষই কপালে ঠেকান জুঁইসাদা ভাত
যারা সাক্ষাৎ জীবন দেবতার দর্শন পান
তাদের কোনও ঈশ্বর লাগেনা
না মক্কা-মদিনা,না কাশী-গয়া-বৃন্দাবন,না ভ্যাটিকান সিটি।
বোধিবৃক্ষের তলে সুজাতার পায়েস বাটিতে করেন ঈশ্বর সন্ধান।