ইলশা হিলশা কথা
রণজিৎ মাইতি
--------------------

বর্ষার বৃষ্টি ও গরমের বৃষ্টি এক নয়;
যেমন বর্ষা ও ভিন্ন মরসুমের ইলিশ।

বৈশেখী বৃষ্টিতে ঘামাচি মরে যায়,
কিন্তু বর্ষায় ভিজলে শর্দি-জ্বর অবধারিত।

সুতরাং জ্বর এড়াতে চাইলে
মনে রাখুন মরসুমি বৃষ্টির কথা
যারা প্রতিশ্রুতির মিষ্টি ভাষণে ভিজিয়ে দেয় সবুজ ময়দান
তারাই ভুলে যায় আশাবরী
পুনঃরায় ক্ষমতায় অধিষ্ঠিত হলে!

বর্ষার বৃষ্টি ও গরমের বৃষ্টি এক নয়;
যেমন বর্ষা ও ভিন্ন মরসুমের ইলিশ।