হুক্কা হুয়া হুক্কা হুয়া(27-12-2020)
রণজিৎ মাইতি
-------------
আমরা তো হাততালি প্রিয়;
একটি আইকন সামনে রেখে সমানে 'হুক্কা হুয়া' প্রকৃত স্বভাব!
হয়তো এভাবেই এসেছে ফুল প্রীতি,শাঁখের প্রতি ভালোবাসা!
ম্যারাপ বিছানো পথে স্বপ্নের দীর্ঘ লং মার্চ
যদিও আইকনিক মুখ 'মা' নয়,'মাটি' নয়,এমনকি 'মানুষ'ও নয়
বরং নিজেকে বিগ্রহ ভেবে রচে যায় আজীবন 'এ+বি এর হোল স্কয়ার সূত্র'
হয়তো এরই নাম 'রাজনীতি' বলবে আগামী;
বলে যাবে কোনও এক আধুনিক হেরাল্ড ল্যাক্সি!