হৃদয় সাগর খুঁড়ে(16-02-2020)
রণজিৎ মাইতি
-------------
হৃদয় সাগর খুঁড়ে চাইছি অমৃত;
যদিও চিনতে পারিনা বলে মেলাতে পারিনা!
উঠে আসে কালকূট,তীব্র হলাহল
ঠিক যেনো ঢলো ঢলো প্রেমিকপারদ!

এখানে বসন্ত আসে,ঝরে অঝোরে ঘনঘোর বাদলের ধারা
শীত ও গ্রীষ্ম,শরতের শেফালিকা কুয়াশা বিহ্বল
দ্রবনীয় করকচে জারিত করমচা---
আজও অম্লমধুর মধ্যাহ্নের নরম রোদে।

বৈচিত্র্য অমৃত ভেবে এই জীবন সাধনা
ভেতরে বাইরে অবিরাম গোপন মরুঝড়
তবুও বর্ষার দোপাটি,শীতের গাঁদা ডালিয়ায়
এঁকে যাই উদাস চুম্বন মুগ্ধ পলাশকাননে
কিংবা তপ্ত বৈশাখে ঘামাচির বিরুদ্ধে জেহাদ
লালচে নরম নিমপাতা ভাজা,আমপোড়া সরবতে জুড়াই অসহ দহন।