হইচই(03-11-21)
রণজিৎ মাইতি
--------------------
আমরা চিরকালই বড্ড হইচই প্রিয়;
আজ দীপাবলি,সুতরাং চারপাশ ভরিয়ে দাও রোশনাইরে।
আগামী দোল,অতএব রাঙিয়ে দাও জন্ম-জন্মান্তরের অন্ধকার আবিরে আতরে;
যেনো কেউ না টের পায় পুতিগন্ধময় মনের হদিস,
বরং রাস উপলক্ষে হয়ে যাও রসের নাগর।

সত্যি আমরা চিরকাল বড্ড হইচই প্রিয়;
বারো মাসে তেরো পার্বণ কেনো,হোক ঘটা করে প্রতিটি উইকএণ্ডে এক একটা জমকালো হইচই।
মনঘুড়ি না উড়লেও বিশ্বকর্মা উপলক্ষে ওড়াও ঘুড়ি,
বাড়িতে ভুত পুষে মহাসমারোহে উৎযাপন করো ভুতচতুর্দশী!

হাঁ,এটাই আমাদের ভবিতব্য;
চিলতে ব্যালকনিতে একটুকরো
মোমবাতি প্রজ্বলন আমাদের বিকাশ--
                           আচ্ছে দিন।