হিস্যু  সমাচার (09-12-2017)
রণজিৎ মাইতি
-------------
আমার পাঁচ বছরের মেয়ে এখনও বিছানা ভেজায়
গিন্নি খুবই বিরক্ত হয়,চলে শাসন
তাতেও কাজ হয়না,পর্যায়ক্রমে চলে ভয়প্রদর্শন ও হোমিওপ্যাথি

যদিও সব প্যাথি ফেল করে যায়
বাকি থাকে সিমপ্যাথি,সেখানে বাড়িয়ে রেখেছে হাত দাদু-ঠাকুমা

এই সুযোগে আমার ইতিহাস মাটিতে লুটায়
এতো অনুসন্ধিৎসু যে কি বলবো
অবশ্য আমি লজ্জা পাইনা

বরং খুশী হই,ফিমেল বেবি ভেবে
মুখে গভীর প্রশান্তি,গোঁফের নিচে ঝুলে আছে হাসি
মনে মনে বলি চালিয়ে যা মা,চালিয়ে যা
এ জীবনে কতো কিছুর উপরই তো ইয়ে করতে হবে