হিসাব (22-06-21)
রণজিৎ মাইতি
-------------
পড়েছি হিস্ট্রি,মিস্ট্রি গল্প
পড়ছি আজও ধানিজমি;
পড়া হয় নাই আপন উঠোন
অনাবাদি তাই মরুভূমি।

পড়েছি দর্শন,অশন আসন
পড়ছি আজও ভাতের বই;
পড়া হয় নাই সহজ হিসাব
কতো ধানে হয় কতো খই।

বিজ্ঞান পড়ি,হিসাবশাস্ত্র
পড়ছি আজও কৈ এর প্রাণ;
চড়াইয়ে উঠি;নামে উতরাইয়ে
মেলেনি যদিও এ দিনমান।

ভূগোলের পড়া,রহস্য ঘেরা
তুমি গোল বলো,আমি বর্তুল;
সব পড়া শেষে তবু ঘন দ্বিধা
কোথা ভুল কোথা হয় নির্ভুল!

অঙ্কশাস্ত্র বেজায় জটিল
জানে কি কুটিল আঙিনা ?
মেলেনা হিসাব নদীটিও জানে
তাই চলছে পড়ার বাহানা।।