হিমবাহ
রণজিৎ মাইতি
---------------
কিছু কিছু মানুষ পাখির মতো বড্ড কলরব মুখর;
কিছু কিছু মানুষ ভীষণ শান্ত ও উদাসীন।

চরম দুখে মানুষকে পাথর হয়ে যেতেও দেখেছি,
তেমনি দেখেছি তার হিমবাহ শরীর।

আসলে ভাবগম্ভীর হলেই
মানুষ মানুষ থাকেনা,হিমবাহ হয়ে যায়;
চৈতন্যরূপ হিমবাহ হয়ে যায়।